ফিট থাকলেও কেন ২৯ সদস্যের আর্জেন্টিনা দলে নেই দিবালা?
লাতিন আমেরিকার ফুটবলে শ্রেষ্ঠত্বে ধরে রাখার অভিযানে নামার আগে শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফিট থাকলেও সেই স্কোয়াডে সুযোগ পাননি কাতার বিশ্বকাপজয়ী দলের দুই ফুটবলার পাওলো দিবালা ও থিয়াগো আলমাদা।
দলে নিয়মিত খেলোয়াড়দের প্রায় সবাইকেই রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে, চোট না থাকলেও ২৯ জনের দলে জায়গা হয়নি পাওলো দিবালার। কিন্তু কেন তিনি দলে নেই, তা নিয়েও উঠেছে প্রশ্ন। রোমার জার্সিতে সর্বশেষ ম্যাচেও খেলেছেন দিবালা, যদিও শেষদিকে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয় ক্লাবটির কোচ।
আর ওই ম্যাচ শেষে রোমার কোচ জানিয়েছিলেন, পরিকল্পনার অংশ হিসেবেই আর্জেন্টাইন এই ফুটবলারকে উঠিয়ে নেন তিনি। তখনই ধারণা করা হয়েছিল, হয়তো কোপার স্কোয়াডে রাখা হবে দেখেই দিবালাকে নিয়ে সতর্ক রোমা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, কোনো চোটে পড়েননি দিবালা। মূলত পরিকল্পনার অংশ হিসেবেই তাকে দলে রাখেননি স্কালোনি। তবে, কি চূড়ান্ত স্কোয়াডে যুক্ত হবেন দিবালা, এই বিষয়ে স্পষ্ট করে কিছু না জানা গেলেও তেমনটাই আভাস মিলছে।
আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে ৯ জুন ইকুয়েডর ও পাঁচদিন পর গুয়াতেমালার মুখোমুখি হবে স্কালোনির দল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার এবারের আসরের জন্য দল চূড়ান্ত করার জন্য ১২ জুন পর্যন্ত সময় পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ। নতুন কেউ না এলে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়বেন তিন জন।