অবশেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে আলোচিত সেই ক্রিকেটার
২০২৩ সালে স্রেফ ২৯ বলে শতক হাঁকিয়ে এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাগার্ক। আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাণ্ডব চালান তিনি। এরপরও সুযোগ মেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। যা নিয়ে কম আলোচনা-সমালোচনাও হয়নি। অবশেষে, তরুণ এই ব্যাটিং সেনসেশন ও আগ্রাসী অলরাউন্ডার ম্যাথু শর্টকে বিশ্বকাপে নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
প্রধান নির্বাচক জর্জ বেইলি আগে বলেছিলেন, অতিরিক্ত হিসেবে কেবল একজনকে রাখা হবে দলের সঙ্গে। সেই একজন হিসেবে চূড়ান্ত হয়ে গিয়েছিল শর্টের নাম। কিন্তু আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের পর ফ্রেজারকেও রাখতে বাধ্য হলেন নির্বাচকরা। বিশ্বকাপ চলার সময় কোনো ক্রিকেটার চোটে পড়লে এই দুজনের মধ্য থেকে একজনকে নেওয়া হবে। দলের নিয়মিত অনুশীলনেও থাকবেন দুজন।
আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে নজরকাড়া পারফর্ম করে আলোচনায় আসেন ম্যাগার্ক। অস্ট্রেলিয়ার হয়ে ২টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ম্যাগার্কের। যা তাকে আইপিএলে জায়গা করে দেয়। আর আইপিএলে দিল্লির হয়ে খেলার সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ইনিংসে চারটি ফিফটি আর ২৩৪ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেন ফ্রেজার। চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পান ২২ বছর বয়সী এই ব্যাটার।
বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, নাথান এলিস।
ট্রাভেলিং রিজার্ভ: জেইক ফ্রেজার ম্যাগার্ক, ম্যাথু শর্ট