মুস্তাফিজের পর এলপিএলে দল পেলেন তাসকিন
চোটের শঙ্কায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সেভাবে খেলা হয়না পেসার তাসকিন আহমেদের। আইপিএলের পাশাপাশি বেশকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেলেও বিসিবি থেকে খেলার অনুমতি পাননি তাসকিন। এবার আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে মুস্তাফিজের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেলেন তাসকিন।
আজ মঙ্গলবার (২১ মে) এলপিএলের নিলামে তাসকিনকে ৫০ হাজার ডলার দিয়ে দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স। দলটিতে আরও আছেন আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তাকেও ৫০ হাজার ডলার ভিত্তিমূলে কিনেছে দলটি। এছাড়াও আছেন দুনিথ ভেল্লালাগে, থিসারা পেরেরা, শাদাব খান, সাদিরা সামারাবিক্রমা, গ্লেন ফিলিপসের মতো তারকারা।
নিলামে এর আগে লিটন দাস ও মুশফিকুর রহিমের নাম তোলা হলেও তাদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। লিটনের ৩০ হাজার ও মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। এখনও তামিম ইকবাল ও শরিফুল ইসলামদের মতো তারকাদের নাম নিলামে ওঠার অপেক্ষায়। এর আগে, সরাসরি চুক্তিতে পেসার মু্স্তাফিজুর রহমানকে দলে নেয় ডাম্বুলা। আইপিএলের পর এবার এলপিএলে মাঠ মাতানোর অপেক্ষায় এই বাঁহাতি পেসার। তবে, গত বছর দারুন খেললেও এবছর ব্যাটার তাওহিদ হৃদয়কে দলে নেয়নি কেউ। পাশাপাশি বাংলাদেশ দলের অধিনায়ক শান্তকে নিয়েও কেউ আগ্রহ দেখায়নি।