প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
দুর্দান্ত এক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ মেঙ্গলবার (২১ মে) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।
টস জিতে কামিন্স বলেন, ‘খেলোয়াড়রা মাঠে নামতে মুখিয়ে আছে। আমাদের একাদশ বেশ শক্তিশালী। সবাই আত্মবিশ্বাসী। দারুণ এক ম্যাচের প্রত্যাশা করছি। ফাইনাল থেকে বেশি দূরে নেই।’
কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘আমরা টস জিতলে বোলিংই বেছে নিতাম। মাঠ দেখে মনে হলো কিছুটা হলেও সুবিধা পাবে বোলাররা। ফাইনাল দরজায় কড়া নাড়ছে। লক্ষ্য থাকবে হায়দরাবাদকে যত দ্রুত সম্ভব আটকে ফেলা।’
চলতি আসরে সবার ওপরে থেকে গ্রুপপর্ব শেষ করেছে কলকাতা নাইট রাইডার্স। ১৭ বছরের আইপিএলে এবারই প্রথম সবার ওপরে থেকে প্লে-অফ খেলবে কেকেআর। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ মেতেছিল রেকর্ড ভাঙাগড়ার নেশায়। আইপিএলের ১১ বছর পুরোনো রেকর্ড ভেঙেছে, এরপর নিজেরাই সেটি ভেঙে গড়েছে নতুন ইতিহাস। পিছিয়ে নেই কলকাতাও। এমন দুদলের লড়াইয়ে ভক্তরা অপেক্ষায় চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে। নতুন কোনো রেকর্ড হলে সেটি হবে বাড়তি পাওয়া।