যুক্তরাষ্ট্রের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
কদিন পরেই শুরু হবে বিশ্বকাপ অভিযান। তার আগে প্রস্তুতির পরীক্ষাটা শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের আগে আজ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের সিরিজ।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
ক্রিকেটের কোনো সংস্করণে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। আজই প্রথম মাঠে নামা এই অচেনা প্রতিপক্ষের বিপক্ষে। যদিও জয়-পরাজয়ের চেয়ে এখানে বড় পরীক্ষাটা হলো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। কারণ, এই যুক্তরাষ্ট্রের মাটিতেই যে গড়াবে বিশ্বকাপের আসর। তার সঙ্গে সহযোগী আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের মাটিতেই। বলা চলে, গ্রুপ পর্বে নিজেদের সবচেয়ে কঠিন দুটি ম্যাচও খেলা হবে এখানেই। একটি ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের পর্বে যেতে হলে এই দুই ম্যাচের অন্তত একটিতে জিততেই হবে বাংলাদেশকে। তাই যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের মানিয়ে নেওয়ার তাড়না বেশি। সেই তাড়না থেকেই আয়োজন এই সিরিজ।
তাছাড়া বাংলাদেশের ব্যাটিং নিয়ে মাথাব্যথা পুরনো। বিশেষ করে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা। মূল টুর্নামেন্ট শুরুর আগে সেই দুশ্চিন্তা দূর করতেও এই সিরিজের প্রস্তুতি কাজে দেবে নাজমুল হোসেন শান্তদের। নিজেদের ব্যর্থতা কাটিয়ে ক্রিকেটারদের রানে ফেরারও বড় সুযোগ থাকছে এই সিরিজে।
প্রতিপক্ষ শিবিরে দুজন আছেন, যারা লাল-সবুজ বাহিনীকে চেনেন। যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। দায়িত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলেরও। তার অভিজ্ঞতা কাজে দেবে স্বাগতিক যুক্তরাষ্টের। আরেকজন আছেন, তিনি কোরে অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার বর্তমানে খেলছেন মার্কিনিদের হয়ে। বাংলাদেশকে তিনি চেনেন বেশ ভালোভাবে। সবমিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এক্স ফ্যাক্টর ল ও অ্যান্ডারসনই।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।