পাপনের যে শর্ত মানলে এলপিএলে খেলার অনুমতি পাবেন তাসকিন
তাসকিন আহমেদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পাওয়া নতুন কিছু নয়। এর আগে পিএসএল, আইপিএলের মতো বড় টুর্নামেন্টে প্রস্তাব পেয়েও বিসিবির অনুমতি না মেলায় খেলা হয়নি তার। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেও তাসকিনের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। খেলতে হলে মানতে হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের জুড়ে দেওয়া শর্ত।
গতকাল মঙ্গলবার (২১ মে) এলপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে পেসার মুস্তাফিজুর রহমানের পর দল পেলেন পেসার তাসকিন আহমদেও। ড্রাফটে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স।
কিন্তু প্রশ্ন হলো এবার কি বিসিবির অনাপত্তিপত্র পাবেন তাসকিন? এই ক্রিকেটারের সুযোগ পাওয়া অন্য পেসারদের জন্য বড় পাওয়া কি না, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘বড় পাওয়া কি না সেটা নির্ভর করবে বিশ্বকাপের ওপর। ওরা ওখানে কি করে আগে সেটা দেখে নিই। পারফরম্যান্স দেখে বলতে পারব এটা বড় পাওয়া না অন্য কিছু। শুনুন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। এটা প্রতিটা খেলোয়াড়ের জন্যই বলছি।’
পাপন আরও বলেন, ‘আমাদের এখানে সেরাটা দিক সবাই। এটা জানি চেষ্টা সবাই করে, কিন্তু সবসময় তো আর হয়না। আশা করি তারা তাদের সেরাটা খেলতে পারবে। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে সেখানে খেলবে। এসব টুর্নামেন্টে তারা যত বেশি সুযোগ পাবে, সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। এতে তারাও খুশি, আমরাও খুশি। কিন্তু দেশের খেলা বাদ দিয়ে নয়।’
বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী, এলপিএলে খেলতে হলে বিশ্বকাপে ভালো করার বিকল্প নেই তাসকিনের কাছে। চোটের কারণে অনিশ্চিত এই ক্রিকেটার কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়েও আছে সংশয়। আর ফিরলেও নিজের পুরনো ছন্দে দেখা যাবে কি, তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়।