ম্যাচ হেরে শান্তর অদ্ভুত অজুহাত, কড়া জবাব দিল বিসিবি
‘আমরা ভালো খেলতে পারিনি। ২০-৩০ রান কম করেছি। শেষের দিকে বোলিংটা ভালো হয়নি।’ সাধারণত ম্যাচ হারের পর এ ধরনের অজুহাতই বেশি দিয়ে থাকেন অধিনায়কেরা। এবার নাজমুল হোসেন শান্ত দায় চাপালেন উইকেটের ওপর! বললেন সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও আমরা খুব ভালো উইকেটে খেলিনি। তাই ব্যাটাররা অনেক স্ট্রাগল করেছে। অধিনায়কের এমন অদ্ভুত অজুহাত মেনে নিতে পারছেন না বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়।
গতকাল বুধবার (২২ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শান্তর এমন বক্তব্যের জবাব দিয়েছেন দুর্জয়। প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠেও ছিল হতাশা। এরপরেই দুর্জয় জানালেন, এমন অজুহাত মেনে নেওয়ার মতো নয়।
দুর্জয় বলেন, ‘ঘরের মাঠে উইকেট ভালো না। এটা অজুহাত। পিচ যদি স্লো উইকেটও বানানো হয়, সেটা দলের চাওয়াতেই হয়। এখন তোমরা উইকেটের অজুহাত দাও বিদেশে গিয়ে। সবাই হোম কন্ডিশনের একটা সুবিধা নেয়, দলের চাওয়া থেকেই সেটা করা হয়। কোন উইকেট হলে দল পারফর্ম করবে, সে চাওয়াটা দল থেকেই আসে। কাজেই এখন উইকেটের দোহাই দিলে তো আমরা মানতে পারি না।’
তিনি আরও যোগ করেন, ‘জাতীয় দল পারফর্ম করার জায়গা, সেখানে আমি উইকেটের দোহাই দিই, এসব অজুহাত কিন্তু গ্রহণযোগ্য না। কারণ পারফর্ম করতে গিয়েছি, আমরা জাতীয় দলে খেলছি, ওখানে যে পরিস্থিতিই হোক পারফরম করতে হবে। এর বিকল্প কিছু নেই।’