ডলার দিয়ে মুছলেন ঘাম, পাকিস্তানি ক্রিকেটারের ভিডিও ভাইরাল
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েনন্টি বিশ্বকাপ। মেগা এই আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টির ঠিক আগে বিতর্কে জড়ালেন পাকিস্তানির উইকেটরক্ষক ব্যাটার আজম খান। মার্কিন ডলার দিয়ে তার ঘাম মোছার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মার্কিন ডলারের নোট দিয়ে ঘাম মুছছেন ক্রিকেটার আজম খান। পাকিস্তানের টিম বাসের ভিডিও বলেই মনে করা হচ্ছে এটিকে। আর ভিডিওটি পাকিস্তানি তারকা ক্রিকেটার বাবর আজম করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজমকে কেউ একজন জিজ্ঞেস করছেন- ‘কী হয়েছে?’ এ সময় কপালের ঘাম মুছতে মুছতে আজম খান বলেন, ‘এখানে অনেক গরম বন্ধু।’এ সময় অন্য ক্রিকেটারদের উচ্চস্বরে হাসতে দেখা যায়।
আজম খানের পাশাপাশি বাবরের সমালোচনা করতেও ছাড়ছেন না নেটিজেনরা। আজম খানের এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিভিন্ন মন্তব্য করেছেন পাকিস্তানিরাও। অনেকেই কড়া সমালোচনা করেছেন। তারা বলতে চাচ্ছেন, যেখানে পুরো দেশ ডলার সংকট ও খাদ্যের অভাবে ভুগছে, সেখানে কীভাবে একজন ক্রিকেটার সেই মূল্যবান ডলার দিয়ে ঘাম মুছতে পারেন? অনেকে ক্রিকেটারদের বিলাসবহুল মন-মানসিকতার সমালোচনা করেছেন।
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টের আগে শেষ প্রস্তুতি হিসেবে থ্রি লায়ন্সদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে পাকিস্তান। ২২ মে শুরু হওয়া চার ম্যাচের এ সিরিজ শেষ হবে ৩০ মে। মাঝের দুটি ম্যাচ রয়েছে মাসের ২৫ ও ২৮ তারিখে।