সমস্যাটা মানসিক, লজ্জার হারের পর বললেন শান্ত
দেশ ছাড়ার আগেই ভক্তদের কম প্রত্যাশা করার আহ্বান জানিয়েছিলেন, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক সেদিন কেন এমনটা বলে গেছেন সেটার আঁচ পাওয়া যাচ্ছে এখন। কারণ, বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ দল যে, পারফরম্যান্স দেখাচ্ছে তাতে ভক্তদের—দেশের ক্রিকেট বয়কট করার সময় এসে পড়েছে।
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের আগে স্রেফ প্রস্তুতির অংশ হিসাবে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু সেই সিরিজেই লজ্জায় মাথা তুলতে পারছেন না শান্ত-সাকিবরা। পারফরম্যান্স হ-য-ব-র-ল! এমনকি তাদের ব্যাটিং দেখে উপায় নেই যে, দেশটি ক্রিকেটের পুরোনো। বরং দাপট দেখি সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র। তারা দেখিয়ে দিল কীভাবে আগ্রাসী ক্রিকেট খেলতে হয়। কীভাবে জিততে হয়! তিন ম্যাচের সিরিজে একটি বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
টানা দুই হারের পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, তাদের স্কিলের নাকি সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের সামনেই যাদের হাড়কাঁপুনি তাদের নাকি স্কিল কোনো সমস্যার কারণ না। বরং মানসিক কারণকে সমস্যা হিসেবে উল্লেখ করেছেন এই ব্যর্থ অধিনায়ক।
বাংলাদেশকে লজ্জায় ডোবানোর পর শান্ত বলেছেন, ‘আমার মনে হয়, স্কিলে কোনো সমস্যা নেই। মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত দুই ম্যাচে আমরা তা করতে পারি ও ভালো খেলতে পারিনি।’
গত রাতে দ্বিতীয় ম্যাচে হারের জন্য মিডল অর্ডারকে দুষছেন অধিনায়ক। তার মতে, ‘আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি। ম্যাচ হারার মূল কারণ এটিই।’
নিজেদের ক্রিকেটে ১০০তম টি-টোয়েন্টি হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচে কামব্যাক করার বার্তা দিয়েছেন শান্ত। তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমরা ভালো খেলতে পারিনি। তবে আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে, একটি ম্যাচ বাকি আমাদের। খুব ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আশা করি, পরের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’