বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়কে অঘটন মানছে না যুক্তরাষ্ট্র
টানা দুই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। ক্রিকেটের নবীনতম এক সদস্য দেশ হারিয়েছে পূর্ণ সদস্য বাংলাদেশকে। এক ম্যাচে জেতা যায়, সেখানে তিন ম্যাচের সিরিজে পরপর দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।
অনেকেই একে অঘটন বললেও নারাজ মার্কিন ক্রিকেটার আলি খান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (২৩ মে) বাংলাদেশ হারে ছয় রানে। ২৫ রানে তিন উইকেট নিয়ে সফফররতদের হারানোর অন্যতম নায়ক বোলার আলি। তিন ওভারে বাংলাদেশের যখন প্রয়োজন ২১ রান, ক্রিজে থাকা সাকিব আল হাসানকে ফিরিয়ে যুক্তরাষ্ট্রকে উল্লাসে মাতান আলি।
ইএসপিএনক্রিকইনফোতে আজ শুক্রবার (২৪ মে) প্রকাশিত প্রতিবেদন মতে আলি বলেন, ‘যখন আপনি বড় দলের বিপক্ষে জিতবেন, লোকে সেটিকে অঘটন বলে চালিয়ে দেবে। আমি মনে করি, বাংলাদেশের সঙ্গে আমাদের জয় কোনো অঘটন নয়। আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে এগিয়ে নিতে সব চেষ্টা করছি। বিশ্ব ক্রিকেটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে কাজ করছি আমরা।’
এদিকে, বাংলাদেশের বাজে ফর্মের জন্য আলাদাভাবে কাউকে দোষ দেননি সাকিব। পুরো দলকে এই ব্যর্থতার দায় দিয়ে তিনি বলেছেন, ‘ক্রিকেট দলগত খেলা। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে। এখানে ছোট দল বড় দল নেই। গত দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের খেলায় এটাই প্রমাণ হয়েছে।’