আফ্রিদির মতে বিশ্বকাপের সেমিতে খেলবে যারা
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সপ্তাহ খানেক পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে ২০ ওভারের বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা মেতেছেন ভবিষ্যদ্বাণীতে। সেমিফাইনাল খেলতে পারে এমন দলগুলোর নাম প্রকাশ করছেন তারা। সেই তালিকায় এবার যোগ হলো সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির নাম। নিজের পছন্দের চার দল বেছে নিলেন তিনি।
গতকাল শুক্রবার (২৪ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তার নাম ঘোষণা করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারপরেই আইসিসির পডকাস্টে বিশ্বকাপের নবম আসরের সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানান পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
তালিকার প্রথমেই নিজ দেশ পাকিস্তানকে রেখেছেন সাবেক এ অলরাউন্ডার। এ ছাড়া তার মতে বাকি তিনটি জায়গা দখল করবে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বা অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে সেমির দৌড়ে রাখেননি আফ্রিদি।
সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমার মতে পাকিস্তানের যা দল, তাতে ফাইনাল খেলা উচিত এবার। সেমিফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া উঠবে বলে মনে হচ্ছে। যে পরিবেশে এবার বিশ্বকাপ হবে, তাতে এই দুই দেশের সুবিধা হবে। এ ছাড়া নিউজিল্যান্ডের ভাল সুযোগ আছে।’
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন আফ্রিদি। তার আগে ২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়।