সাইফউদ্দিনসহ বিশ্বকাপে বিকল্প খেলোয়াড় হিসেবে আছেন যারা
অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে বিশ্বকাপ দলে না নেওয়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। বিশ্বকাপের জন্য এবার বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে বিসিবি। ভক্তদের জন্য সুখবর, যেখানে সাইফউদ্দিন ছাড়াও আছেন আরও পাঁচ ক্রিকেটার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স দুশ্চিন্তায় ফেলেছে বিসিবিকে। যার ফলে বিকল্প ক্রিকেটারদের প্রস্তুত রাখতে চায় বোর্ড। যদি কেউ গুরুতর চোট পান কিংবা বাজে খেলেন সেক্ষেত্রে বিকল্প ক্রিকেটারকে সেই পজিশনে সুযোগ দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আজ শনিবার (২৫ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আসলে সাদা ও লাল বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। বিশেষ করে সাদা বলের জন্য যাদের বিবেচনায় নেওয়া হয়েছে তাদেরকে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথা রেখে আমরা প্রস্তুত রাখছি। লিটনের কোনো সমস্যা হলে তার পরিবর্তে বিজয়কে রাখা হয়েছে। জাকের আলীর কোনো সমস্যা হলে নুরুল হাসান সোহান আছে। সাইফউদ্দিনকেও রাখা হয়েছে। পাশাপাশি ইমন, নাসুম ও মেহেদী মিরাজ থাকছেন।’
বাংলাদেশ টাইগার্সের বিশেষায়িত ক্যাম্পের জন্য ২১ ক্রিকেটারকে ডেকেছে বিসিবি। লাল বল ও সাদা বলের জন্য আলাদা করে স্কিল ক্যাম্প হবে সিলেট ও চট্টগ্রামে। রোববার থেকে মিরপুরের একাডেমি মাঠে শুরু হবে এই ক্যাম্প। তবে সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকতে ১০ জুন পর্যন্ত টাইগার্স ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন সাইফউদ্দিন।