বিশ্বকাপের সেমিতে বাংলাদেশকে দেখছেন হৃদয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। বাংলাদেশের প্রস্তুতিতে রয়েছে বেশ ঘাটতি। জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হার, যুক্তরাষ্ট্র তো হারিয়েছে সিরিজ। তবে, বাংলাদেশ দলের তারকাদের ভেতর আত্মবিশ্বাস আছে বিশ্বকাপে ভালো করার। আসরে দলের অন্যতম ভরসা তাওহিদ হৃদয়। তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলুক বাংলাদেশ।
টপ অর্ডারের টানা ব্যর্থতার পরেও মিডল অর্ডারে ভালো করছেন হৃদয়। মাহমুদউল্লাহ ও হৃদয় মিলে ভরসার জায়গাটা পোক্ত করেছেন গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও হৃদয়কে নিয়ে বেশ আশা সবার। তিনি নিজেও চান, বাংলাদেশ ভালো করুক। তার মতে, খুব বেশিদিন বাকি নেই বাংলাদেশ বড় শিরোপা জিতবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে আজ রোববার (২৬ মে) কথা বলতে দেখা যায় হৃদয়কে। সেখানে হৃদয় বলেন, ‘এখন সময় এসেছে জাতীয় দলের হয়ে অবদান রাখার। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করতে হবে। আমরা যদি আমাদের দিক থেকে সবাই সেরাটা দিয়ে খেলি, ঠিকঠাক অবদান রাখি, তাহলে হয়তো খুব বেশি দেরি নেই আমরা কাপ (বড় শিরোপা) জিতব। এই বিশ্বকাপে আমরা অন্তত সেমিফাইনাল খেলতে চাই।’
নিজের কথার স্বপক্ষে যুক্তি দিয়ে হৃদয় আরও বলেন, ‘দুনিয়াতে এমন কোনো কাজ নেই যা অসম্ভব। মানুষ যদি মন থেকে চায়, সঠিকভাবে পরিশ্রম করে, আমি মনে করি যে কোনো কিছুই সম্ভব। এটা ঠিক জাতীয় দলে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতা বেশি। তবে, যেখানে চ্যালেঞ্জ বেশি, সেখানে ভালো করার তাড়না বেশি।’