সানরাইজার্স হায়দরাবাদ : রোড টু দ্য ফাইনাল
এবারের আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলায় সবচেয়ে এগিয়ে সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং দাপট দেখানো এই দলটির শুরুটাই হয় হতাশা দিয়ে। প্রথম ম্যাচে তারা এবারের ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায়।
সেই দুঃখ ঘুচিয়ে প্যাট কামিন্সের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। হায়দরাবাদের পুরোটাই ব্যাটিংনির্ভর। গোটা আসরে ব্যাট হাতে তাদের চেয়ে বিধ্বংসী দল দ্বিতীয়টি ছিল না। তাতে সফলতা যে এসেছে, ফাইনাল পর্যন্ত আসা তার প্রমাণ। অরেঞ্জ আর্মিরা ফাইনাল ম্যাচেও স্ট্র্যাটেজি বদলাবে, তা নিশ্চিত। ব্যাটিংনির্ভর হায়দরাবাদের বড় অস্ত্র কিন্তু একজন বোলার! অধিনায়ক প্যাট কামিন্স। আজ রোববার ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে এক নজরে দেখে নেই যেভাবে ফাইনালে উঠল প্যাট কামিন্সের দল।
রোড টু দ্য ফাইনাল–
কলকাতার বিপক্ষে তাদের প্রথম ম্যাচটা শুরু হয় হার দিয়ে। গত ২৩ মার্চ কলকাতার কাছে ৪ রানে হেরে যাত্রা শুরু করে হায়দরাবাদ।
পরের ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩১ রানের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। পরের ম্যাচে আবারও হার কামিন্সদের। এবার হাতে গুজরাট টাইটান্সের কাছে। চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
পরের তিন ম্যাচে টানা জয়। একে একে হারায় পাঞ্জাব কিংস, বেঙ্গালুরু ও দিল্লিকে। এরপর আবার টানা দুটিতে হারে চেন্নাই ও বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থানের বিপক্ষে জয় দিয়ে আবারও ঘুরে দাঁড়ায় তারা। পরের দুটির একটিতে জয়, আরেকটিতে হার।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কামিন্সরা নিশ্চিত করেন প্লে-অফ। এরপর প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় কলকাতার। কিন্তু সেই ম্যাচে কলকাতার সামনে দাঁড়াতেই পারে হায়দরাবাদ। তবে শীর্ষ দুইয়ে থাকায় এলিমিনিটরে আরেকটি সুযোগ মেলে দলটির। সেখানেই রাজস্থানকে হারিয়ে করে বাজিমাত। রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।
মেগা ফাইনালে আজ তাদের প্রতিপক্ষ কলকাতা। যাদের কাছে এরই মধ্যে দুটি ম্যাচ হেরেছে হায়দরাবাদ। এবার ফাইনাল মঞ্চে পুরোনো পরিসংখ্যান কামিন্সরা বদলাতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা!