অভিষেককে ফিরিয়ে শুরুতেই স্টার্কের চমক
মেগা ফাইনাল। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইতে টস জিতেই ব্যাটিং বেছে নেয় এবারের আইপিএলে ব্যাট হাতে দাপট দেখানো হায়দরাবাদ। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খেল তারা। কলকাতার বোলার মিচেল স্টার্ক টিকতেই দিলেন না হায়দরাবাদের ওপেনিং জুটিকে।
ইনিংসের প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করে চমক দেখিয়েছেন স্টার্ক। আইপিএল জুড়ে ব্যাট হাতে দাপট দেখানো অভিষেক দুই রানের বেশি করতে পারেননি। পরের ওভারেই আঘাত হানেন অরোরা। ট্রাভিসকে হেডকে বিদায় করে কলকাতাকে উল্লাসে মাতালেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
ফুটবলে শেষ বাঁশি বাজার সময় থাকে। চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ বলের জন্য অপেক্ষা করতে হয়। তারপর আসে শেষ হাসি। আইপিএল ২০২৪ এর ফাইনালে কারা হাসবে শেষ হাসি, কে ভাসবে কাছে গিয়ে না পাওয়ার যন্ত্রণায়—তার ফয়সালা হবে আজ রোববার (২৬ মে)।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। শিরোপা থেকে কেবল একটি জয় দূরে দল দুটি। সেই লক্ষ্যে চেন্নাইয়ে আজ টসে জিতেছে হায়দরাবাদ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।
আইপিএলে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে কলকাতা। দুইবার শিরোপা জিতেছে দলটি। ২০১২ ও ২০১৪ মৌসুমে। সর্বশেষ শিরোপার পর ১০ বছর হয়ে গেছে। অন্যদিকে, ২০১৬ সালে একবারই শিরোপা জেতে হায়দরাবাদ। চ্যাম্পিয়ন না হওয়ার আট বছর পার হয়েছে তাদেরও।
পরিসংখ্যানে হায়দরাবাদের চেয়ে বেশ এগিয়ে কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল শাহরুখ খানের দল। প্রথম পর্বেও হারিয়েছিল কামিন্সদের। এ ছাড়া আইপিএলে এখন পর্যন্ত ২৭ বারের দেখায় ১৮টিতে কলকাতা আর ৯টিতে হায়দরাবাদ জয় পেয়েছে। চলতি আসরেই দুদলের দুই দেখায় শেষ হাসি কলকাতার।
আলোচনায় চিদাম্বারামের উইকেট। এখন পর্যন্ত এই মাঠে খেলা ৮৪ ম্যাচের মধ্যে আগে ব্যাট করা দলই জিতেছে ৪৮টি। পরে ব্যাট করা দল জিতেছে ৩৫টি। তাই টস বড় একটা ফ্যাক্টর হতে যাচ্ছে এই ম্যাচে। যদিও আইপিএলে শেষ ১০ ম্যাচে পরে ব্যাট করা দলই এখানে বেশি ম্যাচ জিতেছে। ফাইনালে অবশ্য পরিসংখ্যান খাটে না। যারা ভালো খেলবে, দিনটি তাদের। আর এই একটি দিন নিজেদের করে নিতে চেষ্টার কমতি রাখেন না কেউই।