আইপিএলে সর্বোচ্চ উইকেট হার্শালের, সেরা পাঁচে কারা
আইপিএলে সাধারণত ব্যাটারদের জয়-জয়কার থাকে। তারাই টুর্নামেন্টে একক প্রাধান্য বিস্তার করে। স্পট লাইটটা থাকে তাদের ওপরই। চলতি আসরের পরিসংখ্যান কিন্তু তেমনটাই বলে। তবে, ব্যাটারদের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছেন বোলাররাও। এক নজরে দেখে নেওয়া যাক বল হাতে দ্যুতি ছড়িয়েছেন কারা!
১.হার্শাল প্যাটেল : দল হিসেবে চলতি আইপিএলটা খুব একটা ভালো যায়নি পাঞ্জাব কিংসের। তবে, দল যেমনই করুক নিজের সামর্থ্যের প্রমাণটা বেশ ভালোভাবেই দিয়েছেন ভারতীয় বোলার হার্শাল প্যাটেল। ১৯.৮৭ গড়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে আছেন শীর্ষ উইকেট শিকারীর তালিকায় সবার ওপরে। ১৫ রানে তিন উইকেট তার সেরা বোলিং ফিগার।
২.বরুন চক্রবর্তী : কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল স্পিনার বরুন চক্রবর্তীর। ১৫ ম্যাচে ১৯.১৪ গড়ে নিয়েছেন ২১ উইকেট। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। তালিকার দুইয়ে অবস্থান তার। ফাইনালেও একটি উইকেট পেয়েছেন এই তারকা।
৩.জাসপ্রিস বুমরাহ : এবারের আসরের সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ দলের মধ্যে তলানীতে থেকে আসর শেষ করেছেন দলটি। তবে, বল হাতে দ্যুতি ছড়িয়েছেন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ১৩ ম্যাচে ১৬.৮০ গড়ে নিয়েছেন ২০ উইকেট। সেরা বোলিং ফিগার ২১ রানে ৫ উইকেট। তালিকার তিনে আছেন তিনি।
৪.থাংগারাসু নটরজন :গত আসরে বল হাতে খুব একটা ভালো করতে না পারলেও এবারের আসরে দারুন ছন্দে ছিলেন নটরজন। শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তুলতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৪ ম্যাচে ২৪.৪৭ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। সেরা বোলিং ফিগার ১৯ রানে ৪ উইকেট। তালিকার চারে অবস্থান তার।
৫.হারশিত রানা : ফাইনালের আগেও শীর্ষ বোলারদের তালিকায় সেরা পাঁচে না থাকলেও শিরোপা নির্ধারণী ম্যাচে দুই উইকেট নিয়ে চমকে দেন এই বোলার। ২০.১৫ গড়ে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি।
উল্লেখ্য, তালিকার সেরা ২০ এ না থাকলেও এবারের আসরে দারুন ছন্দে ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। সেরা বোলিং ফিগার ছিল ২৯ রানে ৪ উইকেট। সব ম্যাচ খেলার সুযোগ পেলে হয়তো তালিকার সেরা পাঁচেই থাকতে এই তারকা পেসার।