সমালোচনার পর ঐচ্ছিক অনুশীলনেও সিরিয়াস লিটন-সৌম্যরা
যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হারার পর ব্যাটারদের পর্যাপ্ত অনুশীলনের ঘাটতিকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচের পর একদিনের বিরতি থাকলেও অনুশীলন না করায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় শান্তদের। এবার বাধ্যতামূলক অনুশীলন না থাকলেও উপস্থিত ছিলেন স্কোয়াডের সব ক্রিকেটার।
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে কোনোমতে মান বাঁচিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে লিটন-সৌম্যরা। আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরু হবে দুদলের লড়াই।
সিরিজ হেরে যুক্তরাষ্ট্রকে আর হালকাভাবে দেখছে না বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হলেও জিততে মরিয়া শান্তর দল। তাই ম্যাচের আগেরদিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সব ক্রিকেটার। বিশেষ করে লিটন, সৌম্য, শান্তরা বেশিরভাগ সময় কাটিয়েছেন ব্যাটিং অনুশীলনে।
কারণ প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে লিটন-সৌম্যদের দৈন্যতা ছিল চোখে পড়ার মতো। যদিও তৃতীয় ম্যাচে তামিম-সৌম্য মিলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তারা, সেটাই দেখার বিষয়। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১ জুন। এই দুই ম্যাচে জয় তুলেই বিশ্বকাপ অভিযানে নামতে চায় ক্রিকেটাররা।