আইপিএল হলো, আরও একটি স্বপ্নপূরণ বাকি রিঙ্কুর
কলকাতা নাইট রাইডার্সের খুব পরিচিত নাম রিঙ্কু সিং। দলটির হয়ে দীর্ঘদিন খেলার পাশাপাশি তৃতীয় ট্রফি জয়েও ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার। গেল রাতে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার আইপিএলের শিরোপা ছুঁয়েছেন রিঙ্কু। যে স্বপ্ন এতদিন দেখেছেন তা পূরণ হওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন এই কেকেআর তারকা।
তবে, রিঙ্কুর আরেকটি স্বপ্ন পূরণ হওয়া বাকি। সেটা হলো বিশ্বকাপ জেতা। আইপিএল জিতে রিঙ্কু জানালেন—এবার বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন তিনি।
রিঙ্কু আইপিএলের চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছেন, ‘এখান থেকে আমি নদিয়ায় ফিরে যাব। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করব। এখানেই শেষ নয়, আমি বিশ্বকাপেও শিরোপাও তুলে ধরবো। আপনারা বিষয়টি মনে রাখবেন এবং দেখবেন।’
যদিও বিশ্বকাপে ভারতের মূল দলে নেই রিঙ্কু। রিজার্ভ খেলোয়াড় হয়ে আমেরিকায় যাচ্ছেন তিনি। তবে, তার বিশ্বাস ভারতের হয়ে এবার শিরোপা উঁচিয়ে ধরবেন আগ্রাসী এই ব্যাটার।
এ ছাড়া হায়দরাবাদের বিপক্ষে এমন দাপুটে ফাইনালের পর সতীর্থদের কৃতিত্ব দিয়ে রিঙ্কু বলেছেন, ‘আসলে একজন ব্যক্তিকে কৃতিত্ব দেওয়া যাবে না। শিরোপা জেতার জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছে। অবদান রেখেছে। গৌতম গম্ভীর স্যার আসার পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সুনীল নারিনকে আগে পাঠানো, সে খুবই ভালো ব্যাটিং করেছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো খেলেছে। বোলাররাও খুব ভালো বোলিং করেছে। ভেঙ্কি (ভেঙ্কটেশ আয়ার) গেল পাঁচ-ছয় ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। সবকিছু মিলিয়ে সবাই খুব ভালো করেছে শিরোপা জয়ের পথে।’