বিশ্বকাপের আগে ১১ জন মেলাতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া!
অবস্থা এমন দাঁড়িয়েছে, শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে না তাদের কোচিং স্টাফদের মাঠে নামাতে হয়! টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় চলে এসেছে। আগামীকাল মঙ্গলবার (২৮ মে) থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। পরশু নামিবিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। তার আগে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জনের মধ্যে কেবল ৯ জন আছেন দলের সঙ্গে।
ইএসপিএনক্রিকইনফোতে আজ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অসিদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ছয়জন ক্রিকেটার বিভিন্ন কারণে দলের সঙ্গে যোগ দেননি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড আইপিএলের ফাইনাল খেলেছেন। তারা এখনও ফেরেননি। গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি চেয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটে বোর্ড থেকে। স্কোয়াডে থাকা আরেক তারকা মার্কাস স্টয়নিসও আছেন ছুটিতে।
তারকাদের বিশ্রাম প্রসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে অসিদের অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘ক্রিকেটারদের বিশ্রামও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ একটা দীর্ঘ যাত্রা। তার আগে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি। কয়েকজন আইপিএল খেলে আসছে। সেখানে লম্বা সময় ধরে খেলেছে তারা। টানা খেলার ক্লান্তি আছে। সবকিছু বিবেচনায় রাখতে হবে।’
মার্শ নিজেও পুরোপুরি সুস্থ নন। ব্যাটিং করতে পারলেও বোলিংয়ের জন্য সম্পূর্ণ ফিট হননি। যদি একাদশ মেলাতে না পারে হয়তো সাপোর্টিং স্টাফদের কেউ নেমে যাবেন মাঠে। টি–টোয়েন্টি বিশ্বকাপে অসিদের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে আছেন সাবেক ব্যাটার ব্র্যাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি ও সহকারি কোচ আন্দ্রে বোরোভিচ। তাঁদের সবাই অস্ট্রেলিয়ান হওয়ায় সুযোগ আছে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামার।