ড্রেসিংরুমে গিয়ে হায়দরাবাদের খেলোয়াড়দের যা বললেন কাব্য
আইপিএলের অন্যতম পরিচিত মুখ তিনি। শাহরুখ খান, নীতা আম্বানিদের মতো দল মালিক হিসেবে অতটা বিখ্যাত নন। তবে দলের সঙ্গে তার একাত্মতা এতটাই বেশি যে, দলের সাফল্যে যেমন শিশুদের মতো আনন্দ করছেন, তো পরের মুহূর্তেই দলের ব্যর্থতায় মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছেন। বলছি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের কথা।
গত রোববার (২৬ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে দলের একপেশে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন কাব্য। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দলের এমন হারের পর ড্রেসিংরুমে গিয়ে প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন কাব্য। কী কথা বলেছেন সেই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে সানরাইজার্স হায়দরাবাদ।
ফাইনালে হারলেও এই দলের ক্রিকেটারদের কোনো দোষারোপ করেননি মরান। বরং দল নিয়ে গর্বিত তিনি। তিনি বলেন, 'তোমরা আমাদের গর্বিত করেছো। তোমরা কী ধরনের ক্রিকেট খেলেছো, সেটা কেকেআরও জানে। মন খারাপ করো না। ওইরকম মুখ করে থেকো না। আমরা গত মৌসুমে দশম হয়েছিলাম। এবার ফাইনাল খেললাম। এত মানুষ আমাদের সমর্থন জানাতে এলো। পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরব।'
শিরোপা জিততে না পারলেও এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত দল ছিল হায়দরাবাদ। বেশির ভাগ ম্যাচেই দলটি ছাড়িয়েছে দুশো রানের গণ্ডি। একাধিকবার আড়াই শ’ পার হতেও দেখা গেছে অরেঞ্জ আর্মিদের। এতে করে টি-টোয়েন্টি সংস্করণে রেকর্ডের ঝড় বয়ে গেছে।