চ্যাম্পিয়ন হওয়ার পরও আক্ষেপ শাহরুখের, কী হবে নিলামে?
১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন হওয়ার পর দলকে অভিনন্দন জানাতে ড্রেসিংরুমে ছুটে যান দল মালিক বলিউড অভিনেতা শাহরুখ খান। শিরোপা জিতলেও আইপিএলের আগামী আসরের নিলামের কথা ভেবে আক্ষেপ হচ্ছে এই সুপারস্টারের।
গতকাল সোমবার (২৭ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও প্রকাশ করে কেকেআর। যেখানে চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে সিইও ভেঙ্কি মাইসোর ছাড়াও শাহরুখ খানকে দেখা যায় খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে।
সেসময় শাহরুখ বলেন, ‘আমি গৌতম গম্ভীরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। ম্যাচ শুরুর আগে আমি দুইটা বিষয়ে কথা বলেছিলাম। এর একটি হলো গম্ভীরকে সবার সাথে নাচতে হবে। সুনীল নারিনকেও বলেছিলাম, সে এরইমধ্যে মাঠে একবার নেচেছে। তাই এবার গম্ভীরের পালা।’
শাহরুখ আরও যোগ করেন, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। তোমরা সবাই দারুন খেলেছো। তোমাদের সবার সুস্থতা কামনা করি। আমি ভবিষ্যতের জন্যও শুভকামনা জানাই। তোমাদের এই অর্জনে আমরা সবাই গর্বিত। যদি এই টিমকে নিয়ে আমি সারাজীবন খেলতে পারতাম, কত ভালো হতো। তোমরা আমার কথা শুনে মাঠে যেতে আর এভাবেই খেলতে।’
সিইও মাইসোর বলেন, ‘আমি তোমাদের সবাইকে শুরুতেই অভিনন্দন জানাতে চাই। সত্যিই এটা বিশেষ এক মুহুর্ত। তোমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না। ফাইনালের মতো আসরে একটি দলকে মাত্র ১১৩ রানে অলআউট করার কৃতিত্ব পুরো বোলিং ইউনিটের।’
আইপিএলের আগামী আসরে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। চাইলেও বর্তমান দলের সব প্লেয়ারকে ধরে রাখতে পারবে না কেকেআর। বেশিরভাগ প্লেয়ারকে নিলামের আগেই ছেড়ে দিতে হবে। মেগা নিলাম হওয়ায় কিছুটা আশাবাদী কলকাতা। কারণ, এই নিলামে তাদের ফের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে। যেহেতু তিন বছর পর মেগা নিলাম অনুষ্টিত হয়, সেই হিসেবে তিন মৌসুমের জন্য তাদের দলে পাওয়ার সুযোগ রয়েছে দলটির। নিলামে যে আপ্রান চেষ্টা করবে কেকেআর, শাহরুখের কথায় তেমনটাই ইঙ্গিত মিলেছে।