প্রথম দুই খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না : পাপন
বাংলাদেশ ক্রিকেট দলের যুক্তরাষ্ট্র সফর এখন পর্যন্ত মিশ্র অনুভূতির। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বেশ আগেভাগে মার্কিন মুল্লুকে যায় বাংলাদেশ। বিশ্বকাপের স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলেছে ইতোমধ্যে। যার প্রথম দুটিতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ হারের পর সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। সার্বিকভাবে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, প্রথম দুই ম্যাচ দেখে তার কাছে মনে হয়েছিল বাংলাদেশ কিছুই পারে না।
সুইমিং ফেডারেশনের একটি অনুষ্ঠানে আজ মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘প্রথম দুইটা খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। তৃতীয় ম্যাচ দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। আমি বলতে চাচ্ছি, ওদের মধ্যে সামর্থ্য আছে। খেলার আসল দিন খেলতে পারলে ওরা অবশ্যই ভালো করবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হার জিতের কথা কেউই বলতে পারে না। আমি চাই ওরা ওদের সেরাটা খেলুক।’
নাজমুল হাসানের মতে, দলের ওপর আস্থা রাখাটা জরুরি। তিনি আস্থা রাখছেন বিশ্বকাপ স্কোয়াডের সব ক্রিকেটারের ওপর। তিনি আরও বলেন– ‘যে যত কথাই বলুক, যারা খেলতে গেছে, তাদের ওপর পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস ওরা সামর্থ্যবান।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন মাঠে নামার কথা ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। কিন্তু, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এমনকি হয়নি টসও।