তারকা ফুটবলারকে ছাড়া বেলজিয়ামের ইউরো দল ঘোষণা
দরজায় কড়া নাড়ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের পরই ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর এটি। আগামী জুনে ইউরোপ সেরার লড়াইয়ে শিরোপার দাবিদার দেশগুলোর পাশাপাশি নজর থাকবে দাপুটে ফুটবলারদের দিকেও। সেই আসরকে সামনে রেখে দল গঠনে তারুণ্য আর অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছেন বেলজিয়ামের কোচ ডমেনিকো টেডেস্কো।
গতকাল মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতির মাধ্যমে ইউরোর দল ঘোষণা করে বেলজিয়াম। তবে, এই দলে সবচেয় বড় চমক অভিজ্ঞ গোলরক্ষক থিবো কর্তোয়ার না থাকা। চোট কাটিয়ে এক মৌসুম পরে ফিরলেও তাকে দলে রাখা হয়নি।
২০২৩ সালের আগস্টে মৌসুম শুরুর আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের অনুশীলনে গুরুতর চোটে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। এরপর পুনর্বাসনের অংশ হিসেবে যোগ দেন অনুশীলনে। লা লিগায় মাদ্রিদের শেষ পাঁচটি খেলার চারটির শুরুর একাদশে রাখা হয় তাকে।
তার বিষয়ে বেলজিয়াম কোচ টেডেস্কো বলেন, ‘ইউরোর জন্য নিজেকে এখনও প্রস্তুত মনে করছেন না অভিজ্ঞ এই গোলরক্ষক। সে খুব স্পষ্ট এবং সৎ ছিল। সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি তা হলো, সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত নয়। সে তার শরীর সবচেয়ে ভালো জানে।’
বেলজিয়ামের এই দলে অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় কেবল একজন- ক্লাব ব্রুজের ফুলব্যাক মাক্সিম ডে কাউপের। আছেন দলটির হয়ে সবচেয়ে বেশি ১৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী ইয়ান ভার্টোনেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৮৩ গোল করা লুকাকুকেও রাখা হয়েছে ইউরোর দলে।
বেলজিয়ামের ইউরো স্কোয়াড
গোলরক্ষক : কোয়েন কাস্টিলস, থমাস কামিনস্কি ও ম্যাটজ সেলস
ডিফেন্ডার: টিমোথি কাসটেন, মাক্সিম ডে কাউপ, জেনো ডিবাস্ট, ওয়াউট ফায়েস, থমাস মিউনিয়ার, আর্থার থিয়েট, ইয়ান ভার্টোনেন, অ্যাক্সেল উইটসেল
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন, ওরেল মাঙ্গালা, আমাদু ওনানা, ইউরি টাইলেম্যানস, আর্থার ভার্মেরেন, অ্যাস্টার ভ্রাঙ্কক্স
ফরোয়ার্ড: জোহান বাকায়োকো, ইয়ানিক ক্যারাস্কো, চার্লস ডি কেটেলারে, জেরেমি ডোকু, রোমেলু লুকাকু, লোইস ওপেন্ডা, লিয়েন্দ্রো ট্রসার্ড