দলের ব্যর্থতার মাঝেও হৃদয়ের উন্নতি
টপ অর্ডারের টানা ব্যর্থতার পরেও মিডল অর্ডারে ভালো করছেন তাওহিদ হৃদয়। মাহমুদউল্লাহ ও হৃদয় মিলে ভরসার জায়গাটা পোক্ত করেছেন গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই। সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র সিরিজেও দুই ম্যাচে ৮৩ রান আসে হৃদয়ের ব্যাট থেকে। তার উন্নতির ছাপ দেখা গেল আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বেশ বড়সড় লাফ দিয়েছেন হৃদয়। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এক লাফে ১২ ধাপ এগিয়েছেন তিনি। ৭২ নম্বরে থাকা হৃদয়ের অবস্থান এখন ৬০ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৪৭৫। যদিও, যুক্তরাষ্ট্র সিরিজ শুরুর আগে রেটিং ছিল ৪৮৪। সেক্ষেত্রে, র্যাঙ্কিংয়ে এগোলেও রেটিংয়ে পিছিয়েন তিনি।
বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম ভরসা হৃদয়। তিনিও চান, দেশের হয়ে ভালো খেলতে। বড় স্বপ্নই দেখছেন এই তারকা। তিনি চান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলুক বাংলাদেশ। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার। হৃদয় মনে করেন, অসম্ভব বলে কিছু নেই। পরিশ্রম করলে লক্ষ্য অর্জন করা সম্ভব।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওবার্তায় হৃদয় বলেন, ‘এখন সময় এসেছে জাতীয় দলের হয়ে অবদান রাখার। এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করতে হবে। আমরা যদি আমাদের দিক থেকে সবাই সেরাটা দিয়ে খেলি, ঠিকঠাক অবদান রাখি, তাহলে হয়তো খুব বেশি দেরি নেই আমরা কাপ (বড় শিরোপা) জিতব। এই বিশ্বকাপে আমরা অন্তত সেমিফাইনাল খেলতে চাই।’