বাদ জিকো, চমক দিয়ে বাংলাদেশের দল ঘোষণা
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে এখনও দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, অন্যটি হলো লেবাননের বিপক্ষে। এই ম্যাচ দুটির জন্য ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
দলের সবচেয়ে বড় চমক হলেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। ২৬ জনের দলে তিনিই একমাত্র নতুন মুখ। তবে তার সংযুক্তিতে বাদ পড়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো।
শেষ দুটি ম্যাচের একটি ঘরের মাঠে অন্যটি বাংলাদেশ খেলবে বিদেশের মাটিতে। এর মধ্যে আগামী ৬ জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১১ জুন কাতারের দোহায় নিরপেক্ষ ভেন্যুতে লড়বে লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ।
২৬ জনের বাংলাদেশ দল
গোলকিপার : মিতুল মারমা, মেহেদী হাসান, সুজন হোসেন।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার : সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, মজিবুর রহমান, জামাল ভূঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।
ফরোয়ার্ড : শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।