নেদারল্যান্ডসের ইউরোর দল ঘোষণা
আসন্ন ইউরোর জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দলই প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। গোল ডটকমের প্রতিবেদন থেকে জানা গেছে, অরেঞ্জ আর্মিদের জার্সিতে কারা উঠছেন জার্মানির বিমানে।
ডাচ কোচ রোনাল্ড কোম্যান গোলকিপার হিসেবে দলে রেখেছেন জাস্টিন বিজলো, মার্ক ফ্লিকেন ও বার্ট ভার্বরাগেনকে। রক্ষণভাগের নেতৃত্বে আছেন দলের অন্যতম সেরা ফুটবলার ভার্জিল ফন ডাইক। এছাড়া, দালি ব্লিন্ড, নাথান আকে, ম্যাথু ডি লিটদের নিয়ে দুর্দান্ত এক ডিফেন্স সাজিয়েছেন কোম্যান।
মাঝমাঠে ডাচদের বড় ভরসা বার্সেলোনা তারকা ফ্র্যাঙ্কি ডি জং। তাকে সঙ্গ দিতে আছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্চ। আটালান্টার হয়ে এই মৌসুমে দা্রুণ খেলা তিয়ানি রেইন্ডার্সও আছেন ইউরোর স্কোয়াডে। আর আক্রমণভাগে আয়াক্সের দুই তারকা স্টিভেন বার্গউইন ও ব্রায়ান ব্রবের সঙ্গে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের মেমফিস দিপেই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা বরুসিয়া ডর্টমুন্ডের দনিয়েল মালানও উঠবেন জার্মানির বিমানে।
আগামী ১৫ জুন থেকে শুরু হবে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ইউরো। এবারের আসর বসবে জার্মানিতে। গ্রুপপর্বে নেদারল্যান্ডসের তিন প্রতিপক্ষ পোল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়া। ডাচদের প্রথম ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচে যথাক্রমে ফ্রান্স ও অস্ট্রিয়ার মোকাবিলা করবে দলটি।