কোপা আমেরিকার আগে আরেক তারকার অবসর
একদিন আগেই ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন—ইতালিয়ান তারকা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। কোপা আমেরিকার আগে এবার এলো আরেক তারকার অবসরের খবর। লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্টটির আগে ফুটবল অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের তারকা ফুটবলার এদিনসন কাভানি।
অনেক ধরেই আন্তর্জাতিক ফুটবলে নেই কাভানি। এবার সরে দাঁড়ালেন পুরোপুরিভাবেই। সামাজিক যোগযোগামাধ্যমে এক বিবৃতিতে বিদায়ের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার। বিবৃতিতে তিনি বলেছেন, 'আজ (কাল) আমি উরুগুয়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে সব সময় প্রিয় দলকে অনুসরণ করব, তখনো আমার হৃদয় কাঁপবে। এই সুন্দর জার্সিটি পরে মাঠে নামার সময় যেমন হতো।’
উরুগুয়ের এই স্ট্রাইকার আরও বলেছেন, ‘নিঃসন্দেহে মহামূল্য অনেকগুলো বছর কাটিয়েছি, হাজারও কথা বলার আছে, স্মৃতিচারণ করার আছে। তবে আজকের দিনটিতে আমি স্রেফ ক্যারিয়ারের নতুন অধ্যায়ে নিজেকে উৎসর্গ করতে চাই এবং যেখানে আমার থাকতে হবে, সেখানে সবটুকু উজাড় করে দিতে চাই।’
২০০৮ সালের ফেব্রুয়ারিতে উরুগুয়ের জার্সিতে অভিষেক হয় কাভানির। মাঝে কেটে গেছে দীর্ঘ ১৬ বছর। এবার থামার সময় এলো। তাইতো থামলেন এই তারকা। এত বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ১৩৬ ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি। সবশেষ দেশের হয়ে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে খেলেছেন তিনি। যেটা তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়েই থাকল।