ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকের প্রত্যাশা বেশি থাকে : বাবর আজম
বিশ্ব ক্রিকেটে ভারত-পাকিস্তানের বৈরীতা বহু পুরোনো। ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এটি। দুদলের ম্যাচ হলে কেবল দেশ দুটির মানুষ নয়, তাকিয়ে থাকে পুরো ক্রিকেট দুনিয়া। ক্রিকেটারদের মধ্যেও থাকে টানটান উত্তেজনা। থাকাটাই স্বাভাবিক, কেবল একটি ম্যাচে সীমাবদ্ধ থাকে না খেলাটি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানে ঐতিহ্য, অহং, মর্যাদার লড়াই। লড়াইয়ে কখনও ভারত জয়ী হয়, কখনও পাকিস্তান। যারাই জিতুক, ক্রিকেটাররা নিজেদের উজাড় করে দেন। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বললেন একই কথা।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। আগামী ৯ জুন মুখোমুখি হবে দল দুটি। ইতোমধ্যে বিক্রি হয়েছে সব টিকিট। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি পডকাস্টে কথা বলেন বাবর। পিসিবি আজ শুক্রবার (৩১ মে) সেই শো’র প্রমো প্রকাশ করেছে।
প্রমোতে বাবর বলেন—‘ভারতের বিপক্ষে আমরা সবসময়ই ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের চেষ্টা থাকে ম্যাচ জয়ের। সবাই লড়াই করে ভারতের বিপক্ষে ম্যাচে। দর্শকের প্রত্যাশা বেশি থাকে। তাদের প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকাটা আমাদের দায়িত্ব।’
এছাড়া নিজেকে নিয়েও কথা বলতে দেখা যায় পাকিস্তান অধিনায়ককে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত অর্জনের পিছু ছুটি না। সেভাবে কোনো লক্ষ্য নেই। আমার ওপর হয়তো দর্শকের প্রত্যাশা অনেক। কখনও নিজের জন্য লক্ষ্য ঠিক করলে অবশ্যই পরিশ্রমের মাত্রা বাড়াব। পরিশ্রমের আসলে বিকল্প নেই।’