সৌম্যর পর সাজঘরে ফিরলেন লিটন
ব্যাটিং নিয়ে যেন বাংলাদেশের দুশ্চিন্তা কাটছেই না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ভারতের বিপক্ষেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গা গরমের ম্যাচে ভারতের ছুঁড়ে দেওয়া বড় লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস।
আজ শনিবার (১ জুন) নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ১৮৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। আর্শদ্বীপ সিং এর বলে উইকেটের পেছনে রিশাভ পন্থের হাতে ক্যাচ দেন সৌম্য। দুই বল খেললেও খুলতে পারেননি রানের খাতা। সৌম্যর পর সাজঘরে ফিরতে সময় লাগেনি আরেক ব্যাটার লিটন দাসের। দলীয় ৭ রানের মাথায় আর্শদ্বীপের বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। ৮ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।
এর আগে, রিশাভ পন্ত, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ভারত। এই তিনজনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের পুঁজি পেয়েছে রোহিত শর্মার দল। পন্ত ৩২ বলে সমান চারটি চার-ছক্কায় করেছেন ৫৩। ১৮ বলে ৪ চারে সূর্যকুমার করেছেন ৩১। হার্দিক স্বভাবসুলভ ব্যাটিংয়ে ২৩ বলে করেছেন ৪০ রান।