লজ্জার হারের পর শরিফুলকে নিয়ে দুঃসংবাদ
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্প নতুন কিছু নয়। দেশ-বিদেশ কোথাও পাল্টায় না ব্যাটিংয়ের হতাশা। ভারতের বিপক্ষেও একই চিত্র! যেই পিচ পান্ডিয়ারা দেখালেন রানের উৎসব সেই একই পিচে মুখ থুবড়ে পড়লেন শান্ত-লিটনরা।
বাজে ব্যাটিংয়ের কারণে ফলাফল এসেছে হার! ভারতের কাছে বিশ্বকাপের আগ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। এই হারের ম্যাচের পর শরিফুল ইসলামকে নিয়ে এলো দুঃসংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচটিতে হাতে ব্যথা পেয়েছেন এই পেসার। ব্যথা পাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
শনিবার স্থানীয় সময় সকালে হওয়া ম্যাচটিতে ভারতের ইনিংসের শেষ ওভারে ঘটনাটি ঘটে। হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে গিয়ে আঙুলে আঘাত পান শরিফুল। মাঠেই হাত চেপে বসে পড়েন। এরপর সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান তরুণ এই পেসার।
এরপর ম্যাচ শেষে ব্রডকাস্টকে শরিফুলের পরিস্থিতি নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, 'সে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে, আশা করি সুস্থ হয়ে দ্রুত ব্যাক করবে। বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। সবারই শান্ত থাকা এবং পারফর্ম করা দরকার।'
বিশ্বকাপের আগ মুহূর্তে শরিফুলের ব্যথা পাওয়ার খবর আরও হতাশা বাড়াবে বাংলাদেশের। দলের অন্যতম বোলার তাসকিন আহমেদও চোট পেয়েছেন কিছুদিন আগেও। এখনও ফিট নন পুরোপুরি। তার মধ্যে শরিফুলের চোট গুরুতর হলে বড় ধাক্কা খাবে বাংলাদেশ।