শান্তদের নিয়ে এ কেমন ভবিষ্যদ্বাণী ইয়ান বিশপের?
সাম্প্রতিক ব্যর্থতায় বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ, তা নিয়ে সন্দিহান ভক্তরা। শুধু কি ভক্তরা; সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, কেউই শান্তদের দেখছে না সেমিফাইনালিস্ট হিসেবে। এখনো বিশ্বকাপ অভিযান শুরু করেনি বাংলাদেশ। এর আগেই বাংলাদেশি ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ইয়ান বিশপ জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাতকারে জানালেন ছোট দলগুলোর বিপক্ষে হারের সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ। এখানেই শেষ নয় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে ফেবারিট মানতে নারাজ এই ক্যারিবীয় কিংবদন্তি।
বাংলাদেশ প্রসঙ্গে বিশপ বলেন, ‘গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস। ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? সেটাও বাংলাদেশ।’
বিশপ আরও যোগ করেন, ‘টুর্নামেন্টের দুই ফেবারিট হিসেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। ওরা ব্যাটিং দিয়ে শিরোপা এনে দেবে বলে আশা করছি আমি। আরেকটি দল ভারত। আর প্রতিভার কথা বললে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। দ্বিতীয় রাউন্ডে যেতে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার এক দলকে হারাতেই হবে বাংলাদেশের। তবে, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নেপাল আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নিশ্চয়তা দেওয়াও কঠিন।