বিশ্বকাপের আগে নতুন বিতর্কে বাবর আজম
মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে চারটি ম্যাচ। এখনও মাঠে নামা হয়নি গতবারের রানার্সআপ পাকিস্তানের। এর আগেই বিতর্কে জড়ালেন দলটির অধিনায়ক বাবর আজম। অনুশীলনে সতীর্থ আজম খানকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আসলে দলের পরিবেশকে হালকা রাখার জন্য পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ডাকনাম ব্যবহার করার জন্য বেশ পরিচিত। কিংবদন্তি মইন খানের ছেলে আজম খানেরও তিনি একটি ডাকনাম দিয়েছেন। আর সেই কৌতুকপূর্ণ নামকে কেন্দ্র করেই যত গণ্ডগোল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় পাকিস্তান দলের ক্রিকেটাররা ফুটবল অনুশীলনে করছিলেন। তখন ১২৫ কিলো ওজনের আজম খানকে ‘গাইন্দা’ বলে সম্বোধন করেন বাবর। বাংলায় যার অর্থ দাঁড়ায় গন্ডার। পাকিস্তানের অনুশীলন সেশনের এই ভিডিও ক্লিপটি ভাইরাল হতেই বাবরকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। ধারণা করা হচ্ছে ভিডিওটি ডালাসে অনুশীলনের সময়। বাবর আজম বডি শেমিং করেছেন বলেও দাবি করছেন নেটিজেনদের অনেকেই।
উল্লেখ্য, সম্প্রতি নিজের ফিটনেস এবং পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন আজম খান। শহীদ আফ্রিদি এবং সালমান বাটের মতো প্রাক্তন ক্রিকেটারেরাও আজমের সমালোচনা করেছেন। কিন্তু বাবরের মতো কেউ এ রকম শব্দ ব্যবহার করেননি বলে সমর্থকদের একাংশের দাবি।