ভারতের বিশ্বকাপ অভিযান শুরু বুধবার
আইসিসির আসর মানেই ভারত ফেভারিট। সেরাদের সেরা হওয়ার দৌড়ে তারা থাকেন সামনের দিকে। ২০১৩ সালের পর আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা না পেলেও ভারতকে সমীহ করে সবাই। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে যেমন পুরো টুর্নামেন্ট মাতিয়ে ফাইনালে হার মানে ভারত।
এবার আরও একটি আইসিসি টুর্নামেন্ট ভারতের সামনে। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের সবচেয়ে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতোমধ্যে শুরু হয়েছে। ভারতের মিশন শুরু আগামীকাল বুধবার (৫ জুন)। গ্রুপ ‘এ’-র প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
ভারতীয় তারকারা কিছুদিন আগে শেষ করেছেন আইপিএল। আয়ারল্যান্ডের চেয়ে সব দিকে এগিয়ে দলটি। এছাড়া, দুদলের মুখোমুখি সর্বশেষ পাঁচ লড়াই কথা বলছে ভারতের পক্ষে। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে ব্লু আর্মিরা। গত বছরের ২৩ আগস্ট শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
ভারতের পুরো দলটাই তারকায় ঠাসা। ব্যাটিং যেমন দুরন্ত, বোলিং অনবদ্য। রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, যশস্বী জাসওয়াল, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসনদের নিয়ে গড়া ভারতের ব্যাটিং লাইনআপ বরাবরের মতোই দুর্দান্ত। বরাবর ব্যাটিংনির্ভর দল ভারতের বড় ভরসা এবারও ব্যাটিংই।
ছয় ব্যাটারের সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেল সর্বশেষ আইপিএলে ব্যাট হাতে বেশ কয়েকটি দারুণ ইনিংস খেলেছিলেন। ব্যাটার ও অলরাউন্ডারদের পাশাপাশি বোলার জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যুযবেন্দ্র চাহাল আছেন মূল বোলার হিসেবে। আর পান্ডিয়া, প্যাটেল, জাদেজারা তো আছেনই।
সবদিক থেকে তাই জয়ের পাল্লা ভারতেরই ভারী। টি-টোয়েন্টিতে অনিশ্চয়তা বেশি হওয়াতে একেবারে বাতিলের খাতায় ফেলা যাবে না আইরিশদেরও। তবু দলটি যখন ভারত, পাল্লা তাদের দিকেই ভারী থাকবে।