পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার
যুক্তরাষ্ট্রের কাছে হারবে পাকিস্তান—টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এমন কিছু ভাবতে পেরেছিল কেউ? চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা ক্রিকেটে পাকিস্তান চিরকালীন ’আনপ্রেডিক্টেবল টিম।’ সেই হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে গতকাল বৃহস্পতিবার (৬ জুন) রাতে পাকিস্তানের হারকে একেবারে অপ্রত্যাশিতও বলা যায় না। এবারই তো প্রথম নয়। ১৯৯৯ বিশ্বকাপেও এমন অঘটনের শিকার হয়েছিল দেশটি। সেবার নবাগত বাংলাদেশ হারিয়েছিল পাকিস্তানকে।
দলের এমন হার মেনে নিতে পারছেন না সাবেকরা। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারানোর পর থেকে শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার যেমন ধুয়েই দিলেন দলকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করেন শোয়েব।
শোয়েব বলেন, ’চরম হতাশাজনক। ম্যাচে এগিয়ে থেকেও হারতে হলো। পাকিস্তান জয় ডিজার্ভ করে না। এর আগেও পাকিস্তানের সঙ্গে এমন হয়েছিল। আমরা ইতিহাস ফিরিয়ে এনেছি। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছিল। এ ম্যাচেও যুক্তরাষ্ট্র খুব ভালো খেলেছে।’
পাকিস্তান হারলেও বোলারদের প্রশংসা করেছেন পেসার শোয়েব। শেষ দিকে পাকিস্তানি বোলাররা ম্যাচ জমিয়ে তুলেছিলেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আমির-শাহিনরা চেষ্টা করেছে। শেষ দিকে আমাদের ম্যাচে ফিরিয়েছিল তারা। কিন্তু, আমরা পারিনি। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপটা ভালোভাবে শুরু করতে পারিনি। এটি আমাদের দুর্ভাগ্য।’