ধোনির সংস্পর্শেই বদলে গেলেন মুস্তাফিজ, বলছেন তামিম
একটি জয় খুব প্রয়োজন ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য। গত এক মাসে টি-টোয়েন্টিতে যাচ্ছেতাই অবস্থা আর সমালোচনায় জেরবার ছিলেন ক্রিকেটাররা। অবশেষে এলো কাঙ্খিত জয়ের দেখা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে বল হাতে অবদান রাখেন মুস্তাফিজুর রহমান।
চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে তিন উইকেট নেওয়া মুস্তাফিজ কাজে লাগিয়েছেন আইপিএলের অভিজ্ঞতা, এমনটিই মনে করেন তাামিম ইকবাল। বাংলাদেশের ম্যাচ শেষে আজ শনিবার (৮ জুন) স্টার স্পোর্টসে কথা বলার সময় জানান তামিম। তার মতে, ধোনির সঙ্গে আইপিএলে খেলার পর বদল এসেছে মুস্তাফিজের বোলিংয়ে।
স্টার স্পোর্টসে তামিম বলেন, ‘মুস্তাফিজকে দেখে ভালো লেগেছে। তার পারফরম্যান্স দারুণ ছিল। কিছুদিন আগেও সে ছন্দে ছিল না। দল থেকেও বাদ পড়েছিল। তবে, আইপিএলে ধোনির সঙ্গে খেলার পর তার মধ্যে পরিবর্তন এসেছে। মুস্তাফিজ ভালো খেললে বাংলাদেশেরও ভালো করার সম্ভাবনা তৈরি হয়।’
এছাড়া তামিম আরও যোগ করেন, ‘বাংলাদেশের জন্য জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে। মানসিকভাবে ক্রিকেটাররা ভেঙে পড়েছিল। এই জয় তাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা। একদিন বিরতি দিয়ে আগামী ১০ জুন প্রোটিয়াদের মুখোমুখি হবে বাংলাদেশ।