ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা, যা দাঁড়াবে সমীকরণ
ভারত-পাকিস্তান লড়াই! এতটুকুই যথেষ্ট ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে দিতে। মঞ্চটা আবার বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোববার (৯ জুন) ভারত মোকাবিলা করবে পাকিস্তানকে। সুপার সানডেতে এই ম্যাচ নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের তেমন উন্মাদনা না থাকলেও গ্যালারি থাকবে কানায় কানায় পূর্ণ। অন্তত বিক্রি হয়ে যাওয়া এ ম্যাচের ৩৪ হাজার টিকিট সেই কথাই বলছে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার। মাঠে এই সংখ্যার বাইরে ভারত-পাকিস্তান ম্যাচের দর্শক তো শত কোটি। সবার অপেক্ষা জমজমাট এক ম্যাচ দেখার। তবে, এমন আশায় পানি ঢালতে পারে প্রকৃতি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম বলছে, নিউইয়র্কে আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। দেরি হতে পারে টসেও। ইন্ডিয়া ডটকম তাদের প্রতিবেদনে বলছে, পুরো ২০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা কম। ম্যাচের পরিধি কমতে পারে। নিউইয়র্কে এখন বৃষ্টি না হলেও আকাশ ক্রমেই মেঘলা হচ্ছে।
এমন পরিস্থিতে যদি ম্যাচ পুরোটা ভেস্তে যায়, পরিত্যক্ত ঘোষণা করতে হয় অফিসিয়ালদের, তাহলে পাকিস্তানের জন্য বিপদ। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে লজ্জার হারের ক্ষত এখনও শুকায়নি। ভারতের বিপক্ষে ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। সেক্ষেত্রে দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট হবে মাত্র এক। যেখানে যুক্তরাষ্ট্র চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ভারতও জিতেছে প্রথম ম্যাচ। তাই, পাকিস্তানের জন্য আজকের ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার। ম্যাচে পূর্ণ দুই পয়েন্ট না পেলে বাবর আজমদের জন্য খুব মুশকিল হয়ে যাবে।