পাকিস্তান নয়, নিজেদের নিয়ে ভাবছেন রোহিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান রানার্সআপ পাকিস্তান। অথচ, তারাই কি না এবারের আসরে শিকার হয় অঘটনের। যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে প্রথম ম্যাচ! যে হারের ক্ষত এখনও দগদগে। ক্রমাগত সমালোচনায় সেই ক্ষত বাড়িয়ে দিচ্ছেন খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মানসিকভাবে পিছিয়ে থাকা পাকিস্তান এমন অবস্থায় আজ রোববার (৯ জুন) মুখোমুখি হচ্ছে ভারতের।
বিশ্বকাপে ভারতের সুবিধা হয়েছে আয়ারল্যান্ডকে হারিয়ে। জয় দিয়ে আসর শুরু করা ভারতের আরও একটি বাড়তি সুবিধা, নিউইয়র্ক। যেখানে পাকিস্তানের মোকাবিলা করবে ভারত, সেই নাসাউ কাউন্টি ক্রিকেট মাঠে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ একই মাঠে খেলেন রোহিত শর্মারা। সার্বিকভাবে এগিয়ে থাকার পরও ম্যাচের আগে সতর্ক ভারত অধিনায়ক রোহিত।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত বলেন—‘পাকিস্তান প্রথম ম্যাচ হেরেছে। এর মানে এই নয়, তারা পিছিয়ে আছে। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই হতে পারে। প্রতিপক্ষকে হালকাভাবে দেখলে হবে না। পাকিস্তান গতবারও জিম্বাবুয়ের কাছে হেরেছিল। ফাইনাল কিন্তু তারাই খেলেছিল। আমরা তাই ঝুঁকি নিতে পারি না।’
পিচের সুবিধা নিয়ে রোহিত বলেন, ‘এটি আসলে বড় ব্যাপার নয়। এটা তো আমাদের হোম ভেন্যু নয়। যারা ভালো খেলবে, ম্যাচ তারাই জিতবে। আমরা নিজেদের মতো পরিকল্পনা সাজাচ্ছি। পিচ, প্রতিপক্ষ এসবের চেয়ে বেশি জরুরি নিজেদের গড়ে তোলা। আমরা সেই কাজটিই করছি।’