দেশে ফিরছেন ভারতের দুই তারকা ক্রিকেটার
টানা তিন জয়ে বিশ্বকাপের শুরুটা দারুন করেছে ভারত। সুপার এইট নিশ্চিত হওয়ায় নির্ভার কোহলি-রোহিতরা। এখন তাদের মূল ফোকাস দ্বিতীয় রাউন্ডেও আধিপত্য ধরে রাখা। এই মেগা লড়াইয়ের আগে স্কোয়াডে থাকা দুই তারকা ক্রিকেটারকে দেশে ফেরত পাঠাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, আগামীকাল শনিবার (১৫ জুন) কানাডার বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ভারত। আর এই ম্যাচের পরেই ভারতের রিজার্ভ দলে থাকা দুই ক্রিকেটার দেশে ফিরে আসবেন। তারা হলেন—ওপেনার শুভমান গিল ও পেসার আবেশ খান। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠাকিভাবে কিছুই জানায়নি বিসিসিআই।
তারা ফিরে আসলেও থেকে যাবেন রিজার্ভ তালিকায় থাকা বাকি দুই ক্রিকেটার রিঙ্কু সিংহ ও খলিল আহমেদ। এই চার ক্রিকেটার দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দলের সঙ্গে একই হোটেলে থাকছেন, অনুশীলন করছেন। খেলা দেখতে মাঠেও যাচ্ছেন।
প্রথমে জানানো হয়েছিল পুরো বিশ্বকাপজুড়েই দলের সঙ্গে থাকবেন তারা। কিন্তু পরবর্তীতে নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনে ভারতের ক্রিকেট বোর্ড। তারা সিদ্ধান্ত নিয়েছে, স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে চার জনকে না রেখে দু’জনকে রাখা হবে। বাকি দু’জনকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
প্রশ্ন হলো কেন তাদের ফেরত পাঠানো হচ্ছে? জানা গেছে, যুক্তরাষ্ট্রে ভারতের ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এবার বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপে। আমেরিকায় ম্যাচের পর আর শুভমান গিল ও আবেশ খানের খেলার সম্ভাবনা কম। রিজার্ভ খেলোয়াড়দের ব্যাকআপ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। যখন কোনও খেলোয়াড় চোট পান বা অন্য পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে রিজার্ভ প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়। যেহেতু আরও দুইজন ক্রিকেটার দলের সঙ্গে আছেন, তাই বাড়তি দুইজনকে রাখতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।