যেসব চ্যানেল ও অ্যাপে দেখা যাবে ইউরো ম্যাচ
শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা ইউরো। জার্মানিতে আজ শুক্রবার (১৪ জুন) দিনগত রাত ১টা থেকে মাঠে গড়াবে ইউরোর ১৭তম আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠেয় ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের রয়েছে বেশ আগ্রহ।
আগ্রহের পাশাপাশি দর্শকের রয়েছে কৌতূহল। বিশেষত, ইউরোর ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে তা নিয়ে। সেই কৌতূহল মিটিয়েছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক উয়েফা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ব্রডকাস্টিং চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশ থেকে ইউরোর ম্যাচগুলো দেখা যাবে সনি সিক্স চ্যানেলে। ভারত ও এশিয়া প্যাসিফিক অঞ্চলেও টিভির দর্শকরা সনি সিক্সে খেলা দেখতে পারবেন। এ ছাড়া অনলাইনে সনির অ্যাপ সনি লিভে ম্যাচ দেখা যাবে। এর বাইরে বিইন স্পোর্টস ও ফুবো অ্যাপ থেকে সরাসরি উপভোগ করা যাবে ইউরোর ম্যাচগুলো।
শুরুতে ইউরো পরিচিত ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ নামে। ট্রফির নামকরণ করা হয় ‘অঁরি দুলেনে’র নামে। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকাকালীন অঁরি দুলেন ১৯২৭ সালে প্রথম এই টুর্নামেন্টটি করার চিন্তা করেন। তারপর কেটে যায় বহু বছর। তিনি চলে যান পরলোকে। তার মৃত্যুর প্রায় তিন বছর পর ১৯৫৮ সালে আলোর মুখ দেখে ইউরো। নানা জটিলতা কাটিয়ে টুর্নামেন্ট শুরুর বাঁশি বাজে ১৯৬০ সালে।
এবারের ইউরোতে ছয়টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে ২৪টি দল। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে আসর। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। এই আসরের স্বাগতিক জার্মানি টুর্নামেন্টের শিরোপা জিতেছে তিনবার।