হাঙ্গেরিকে হারিয়ে ইউরো শুরু সুইজারল্যান্ডের
ইউরো ২০২৪ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও হাঙ্গেরি। ‘এ’-গ্রুপের ম্যাচে জার্মানির কোলন স্টেডিয়ামে আজ শনিবার (১৫ জুন) দারুণ এক খেলা উপহার দিয়েছে দুদল। হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড।
ম্যাচে শুরু থেকেই নিজেদের এগিয়ে রাখেন সুইজারল্যান্ডের ফুটবলাররা। দুদলই একই ফর্মেশনে একাদশ সাজায়। ৩-৪-২-১ ফর্মেশনে মাঝমাঠে জোর দেন দুই কোচ। তবে, নিয়ন্ত্রণ নিয়ে নেয় সুইসরা। মাত্র ১২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় দলটি। কাডাও দুয়াহর গোলে লিড পায় সুইজারল্যান্ড।
গোলের পর আরও আগ্রাসন নিয়ে খেলে সুইজারল্যান্ড। জাল খুঁজে না পেলেও কয়েকটি আক্রমণ সাজায় তারা। প্রথমার্ধের শেষ মিনিটে দলকে আরেকবার গোলের আনন্দে ভাসান সুইস ফুটবলার মিচেল আবেশ্চার। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরে ম্যাচে নিজেদের গুছিয়ে নেয় হাঙ্গেরি। প্রতিপক্ষের ফাঁকফোকর খোঁজার চেষ্টা করেন হাঙ্গেরিয়ানরা। ৬৬ মিনিটে সফলতার মুখ দেখে তারা। গোল করে ব্যবধান কমান হাঙ্গেরি তারকা বার্নাবাস ভার্গা। এক গোল শোধ করে মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি।
ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ একটি আক্রমণ করলেও ফিনিশিংয়ের অভাবে আলোর মুখ দেখেনি হাঙ্গেরিয়ানরা। পারেনি ব্যবধান কমিয়ে সমতা আনতে। উল্টো ৯৩ মিনিটে ব্রিল এমবোলো গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। রেফারি শেষ বাঁশি বাজালে নিশ্চিত হয় সুইসদের জয়।