বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স, বাবরদের ধুয়ে দিলেন ওয়াসিম আকরাম
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানকে অন্যতম ফেবারিট মনে করা হলেও বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছেন বাবররা। এমন হতশ্রী পারফরম্যান্সে চটেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সম্প্রতি আইসিসির এক অনুষ্ঠানে আকরাম বলেন, ‘সত্যি সত্যি এবার পাকিস্তানি ক্রিকেটাররা প্লেন ধরে দেশে ফিরে আসুক। অনেক হয়েছে। টিম ইউএসএকে অভিনন্দন। তারা অনবদ্য পারফরম্যান্স করেছে। ক্রিকেটের বিশ্বায়ন ঘটানোর ক্ষেত্রে তারা দারুণ ভূমিকা পালন করেছে। ক্রিকেটের বিশ্বায়নের সবথেকে ভালো দিক হলো সুপার এইটে আমেরিকা কোয়ালিফাই করেছে।'
তিনি আরও যোগ করেন, ‘যোগ্য দল হিসেবে যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠেছে। গ্রুপ পর্বের ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়েছে। আর এই কারণেই ওরা ওখানে রয়েছে। পাকিস্তানের এখন পরিকল্পনা তো একটাই আর তা হল ইকে-৬০১ নম্বর বিমান ধরে দুবাই আসা, আর তারপর নিজের দেশে তাদের নিজ নিজ শহরে ফিরে যাওয়া। আর এরপর দেখা যে এরপর কি হয়। এটাই তো আমাদের পরিকল্পনা,'
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই বাজে পারফরম্যান্স করেছে বাবররা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটি। তাও দুর্বল কানাডার বিপক্ষে। সে ম্যাচেও কষ্ট করেই জিততে হয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে সুপার ওভারে হারের পর ভারতের বিপক্ষে মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি দলটি।