পাকিস্তানের বিদায়ে তামিমের দুঃখ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের রানার্সআপ পাকিস্তান। শিরোপা হারানোর দুঃখ ভুলে পরের আসরেই (২০০৯) চ্যাম্পিয়ন হয় দলটি। সর্বশেষ আসরেও ফাইনাল খেলেছে তারা। তবে, এবার গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। তা নিয়ে বইছে সমালোচনার ঝড়।
পাকিস্তানের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করে নানা পোস্ট দিচ্ছেন দেশটির সাবেকরা। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আজ রোববার (১৬ জুন) পোস্ট করেছেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালও। তিনি অবশ্য সমালোচনা করেননি। বরং, পাকিস্তানের বিদায়ে দুঃখ প্রকাশ করেছেন তামিম।
দেশসেরা ওপেনার তামিম লিখেন—‘বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে পাকিস্তান বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করি, তারা দ্রুতই খুব ভালোভাবে ফিরে আসবে। দলটিতে এখন শহীদ আফ্রিদির মতো সিনিয়র খেলোয়াড় প্রয়োজন।’
চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারে পাকিস্তান। বিশেষত, মার্কিনিদের কাছে হারটি বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম বড় অঘটন। যে হারের পর বাবর-রিজওয়ানদের রীতিমতো ধুয়ে দেন সাবেকরা। এমনকি বিদায় নিশ্চিত হওয়ার পর গতকাল দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ খেলোয়াড়দের তুলনা করেছেন কোরবানির পশুর সঙ্গে।
নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে হাফিজ লিখেছেন, ‘কোরবানির পশুরা হাজির হয়েছে।’ পাশে ছাগলের ইমোজি। হ্যাশট্যাগে পাকিস্তান ক্রিকেট। এতে স্পষ্ট হয়, বাবর আজম-রিজওয়ানদের কোরবানির পশুর সঙ্গে তুলনা করেছেন হাফিজ।