ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটারদের ঈদ পালন
রাত পোহালে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে বাংলাদেশের মানুষের আগ্রহ আরও এক জায়গায়। বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টায় মাঠে নামবেন সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। স্থান ও সময়গত ব্যবধানের ফলে বাংলাদেশে রাত হলেও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এখন রোববার সকাল।
ওয়েস্ট ইন্ডিজে আজ ঈদ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঈদের সকালে জামাত আদায় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন তারকারা। পেসার শরিফুল ইসলাম নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
শরিফুল লিখেন—‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনার পাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করুন। ঈদ মোবারক।’
গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে বেশ শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। পয়েন্টের হিসেবে পিছিয়ে থাকলেও সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডসের। নিজেদের শেষ ম্যাচে যদি দলটি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তবে বিপাকে পড়তে হবে বাংলাদেশকে। তখন দেখা হবে দুদলের নেট রানরেট। যে দল এগিয়ে থাকবে, তারাই যাবে সুপার এইটে। নেদারল্যান্ডসের চেয়ে বাংলাদেশের দুশ্চিন্তা অবশ্য কম। নেপালকে হারাতে পারলেই সরাসরি শেষ আট নিশ্চিত হবে শান্তদের।