পিছিয়ে পড়েও পোল্যান্ডকে হারাল নেদারল্যান্ডস
ফিফা র্যাঙ্কিংয়ে পোল্যান্ডের চেয়ে বেশ এগিয়ে নেদারল্যান্ডস। অভিজ্ঞতায়ও এগিয়ে দলটি। ডাচদের অবস্থান যেখানে সপ্তম, পোলিশরা আছে ২৮ নম্বরে। ইউরো ২০২৪ এর ‘ডি’-গ্রুপের প্রথম ম্যাচে আজ রোববার (১৬ জুন) মুখোমুখি হয়েছিল দল দুটি। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। জার্মানির ভক্সপার্ক স্টেডিয়ামে জয় দিয়ে শুরু করেছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।
নেদারল্যান্ডসের আক্রমণাত্মক ছকের বিপরীতে পোল্যান্ড কৌশল সাজায় মাঝমাঠ কেন্দ্র করে। ডাচরা মাঠে নামে ৪-২-৩-১ ফর্মেশনে, যেখানে পোলিশরা নামে ৩-৫-২ ফর্মেশনে। ম্যাচে প্রথম সাফল্যের দেখা পায় পোল্যান্ড। অ্যাডাম বুকসা ১৬ মিনিটে ডাচদের জালে বল জড়ালে এগিয়ে যায় পোল্যান্ড। গোল পেয়ে উজ্জীবিত দলটি এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।
প্রতিপক্ষকে বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে দেয়নি নেদারল্যান্ডস। ২৯ মিনিটে গোল শোধ করে দলটি। কোডি গ্যাকপোর গোলে ম্যাচে সমতা পায় ডাচরা। প্রথমার্ধে এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও জালের দেখা পায়নি কেউই। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে গোছালো ফুটবল খেলে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন ফন ডাইকরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে পোল্যান্ডের রক্ষণভাগকে। তবে, ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হচ্ছিল না ডাচদের। ৮৩ মিনিটে অবশ্য আক্ষেপ ঘোচে তাদের। ভাউট ভিগোর্সের গোলে ব্যবধান বাড়ায় অরেঞ্জ আর্মিরা। শেষ পর্যন্ত এটিই হয়ে রয় জয়সূচক গোল। ২-১ গোলের জয়ে ইউরোতে শুভসূচনা করে নেদারল্যান্ডস।