সুপার এইট নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিতলেই নিশ্চিত সুপার এইট, হারলেই পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। এমন সব হিসেব নিকেশ সঙ্গী করেই নেপালের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহার দিন খেলা হওয়ায় দেশবাসীর ঈদ আনন্দ দ্বিগুন করতে মরিয়া শান্ত-সাকিবরা। সেই লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ সোমবার (১৭ জুন) কিংসটাউনের আর্নস ভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
২০০৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজেই ঈদের আগের দিন কানাডার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেদিন লজ্জাজনক হারের পর পুরো দেশবাসীকেই তখন ‘বাজে’ একটা ঈদ কাটাতে হয়েছে। ২১ বছর পর পবিত্র ঈদুল আজহার দিন সেই ওয়েস্ট ইন্ডিজে আরও একটি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, যে ম্যাচের গুরুত্ব অনেক।
তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে আছে ৪ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে নেদারল্যান্ডসের সংগ্রহ ২ পয়েন্ট। তবে এখনও ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করার সুযোগ আছে ডাচদের। তাই নেপালকে হারাতে পারলে তবেই সুপার এইট নিশ্চিত হবে শান্তদের। আর এই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হবে নেদারল্যান্ডসের দিকে।
বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি বিশ্বকাপের সবক’টিতেই অংশ নিয়েছে। তারপরও সেরা সাফল্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরটিতে দুটি ম্যাচ জিতেছে। সোমবার নেপালকে হারাতে পারলে বাংলাদেশের জয় আগের পরিসংখ্যান ছাড়িয়ে যাবে। জয়ের সংখ্যা দাঁড়াবে তিনে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে খেলার টিকিটও পাবে তারা। নিশ্চিতভাবে এমন সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কেউ।