নড়বড়ে টপ অর্ডার, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ম্যাচটি বাংলাদেশের জন্য সুপার এইটে ওঠার। সমীকরণ সহজ, জিতলেই সুপার পরের পর্ব নিশ্চিত। এমন ম্যাচে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে পথ দেখানোর বদলে শান্ত-তামিমরা বিপদে ফেললেন। স্কোরবোর্ডে মাত্র সাত রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন দুই ব্যাটার।
ইনিংসের প্রথম বলেই সম্পাল কামির বলে ফিরতি ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দেীপেন্দ্র সিং আইরির বলে বোল্ড হয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচ বলে চার রান করেন তিনি।
১২ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। সম্পাল কামির বলে তিনি আউট হলে ২১ রানে তিন উইকেটে পরিণত হয় বাংলাদেশ।
সুপার এইট নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
হিসেব নিকেশ সঙ্গী করেই নেপালের বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহার দিন খেলা হওয়ায় দেশবাসীর ঈদ আনন্দ দ্বিগুন করতে মরিয়া শান্ত-সাকিবরা। সেই লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) কিংসটাউনের আর্নস ভেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
২০০৩ সালে এই ওয়েস্ট ইন্ডিজেই ঈদের আগের দিন কানাডার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেদিন লজ্জাজনক হারের পর পুরো দেশবাসীকেই তখন ‘বাজে’ একটা ঈদ কাটাতে হয়েছে। ২১ বছর পর পবিত্র ঈদুল আজহার দিন সেই ওয়েস্ট ইন্ডিজে আরও একটি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ, যে ম্যাচের গুরুত্ব অনেক।