পাকিস্তানের বিদায়ে কারা দায়ী, জানালেন বাবর আজম
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের রানার্সআপ পাকিস্তান। শিরোপা হারানোর দুঃখ ভুলে পরের আসরেই (২০০৯) চ্যাম্পিয়ন হয় দলটি। সর্বশেষ আসরেও ফাইনাল খেলেছে তারা। তবে, এবার গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান। তা নিয়ে বইছে সমালোচনার ঝড়।
এতদিন চুপচাপ ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার ধীরগতির ব্যাটিং নিয়েও হয়েছে সমালোচনা। তবে, একার দোষ দেখেন না বাবর। তার মতে, পাকিস্তান দলগতভাবে ব্যর্থ হয়েছে। কেউই নিজের জায়গায় ঠিকঠাক খেলতে পারেননি। এমন প্রতিবেদনই আজ সোমবার (১৭ জুন) প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির প্রতিবেদন অনুযায়ী বাবর বলেন—‘ব্যাপারটা এমন নয় যে আমরা একজনের কারণে হেরেছি। আমরা দলে হিসেবেই ব্যর্থ। এখানে ১১ জন খেলোয়াড়। সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। যা পালনে ব্যর্থ হয়েছি আমরা। সবমিলিয়ে দলের ১৫ (স্কোয়াড) জনেরই দায় আছে।’
তাকে নিয়েও হয়েছে সমালোচনা। তবে সেটি গায়ে না মেখে বাবর উল্টো জানালেন, তার পক্ষে সবার জায়গায় গিয়ে খেলা সম্ভব নয়। তিনি যোগ করেন, ‘আমি তো আর সবার জায়গায় গিয়ে খেলতে পারব না। যার যা কাজ তাকেই সেটি করতে হবে। সবাই ভুল করেছি। যার ফলে এমনটা (বিদায়) হয়েছে। আপনারা যতটা হতাশ, আমরা তারচেয়ে বেশি।’