অবসর নিয়ে যা বললেন জার্মান তারকা নয়্যার
সমকালের অন্যতম সেরা গোলরক্ষকের তালিকা করলে ম্যানুয়ের নয়্যারকে বাদ দেওয়া যাবে না। অনেকের মতে, কিংবদন্তি গোলরক্ষক অলিভার কানের পর জার্মানির সেরা গোলরক্ষক তিনিই। গোলরক্ষক হয়েও ব্যালন ডি’অরের দৌড়ে ছিলেন নয়্যার। ক্যারিয়ারে সায়াহ্নে এসে গেছেন তিনি। অবসর নেবেন কবে, সেই প্রশ্ন ঘুরে ফিরছে ফুটবল অঙ্গনে।
৩৮ বছর বয়সী নয়্যার এবার কথা বলেছেন তা নিয়ে। অবসর প্রসঙ্গে তিনি জানান, এখনই এসব নিয়ে ভাবছেন না। বার্তা সংস্থা এএফপিতে আজ সোমবার (১৭ জুন) প্রকাশিত প্রতিবেদন বলছে এমনটিই।
নিজের অবসর প্রসঙ্গে নয়্যার বলেন, ‘এখনই ভাবছি না। আমার পুরো মনোযোগ এখন ইউরোয়। টুর্নামেন্ট শেষ হলে তারপর এটি নিয়ে কথা বলা যাবে। অনেকেই অনেক কথা বলছেন, আমি সেসব কানে নিচ্ছি না। বিতর্কে না জড়ানোই ভালো। আমার কাছে দল কী চায় সেটি গুরুত্বপূর্ণ। দল ও সতীর্থদের চাওয়া পূরণ করতে পারাটাই বড় বিষয়।’
নয়্যারকে থাকলে বলা হয়, জার্মানি ডিফেন্সে একজন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামে। প্রায়ই ডি-বক্স ছেড়ে বাইরে চলে যান। প্রতিপক্ষের অসংখ্য আক্রমণ একাই ধুলিস্যাৎ করে দেন তিনি। বল নিয়ে প্রায় মাঝমাঠেও চলে যেতে দেখা যায় তাকে। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। জার্মানির অধিনায়কত্ব হারালেও এক নম্বর গোলরক্ষক এখনও নয়্যারই।