রোনালদোর ইউরো অভিযান শুরু রাতে
বয়স ৪০ চলছে। এখনও মাঠে দারুণ প্রভাব রেখে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ক্লাব ফুটবলে চমৎকার এক মৌসুম কাটিয়ে এখন জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায়। পর্তুগালের ইউরো মিশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে। রাত ১টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে পর্তুগাল।
লিপজিগের রেড বুল স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচ এটি। ধারেভারে এগিয়ে পর্তুগালই। দলের সবচেয়ে বড় শক্তি রোনালদো। ইউরো ২০২৪ এর বাছাইপর্বে ১০ গোল করেছিলেন সিআরসেভেন। শেষ হওয়া ক্লাব মৌসুমে আল-নাসেরর জার্সিতে ৫০ ম্যাচে ৫১ গোল করেন তিনি। এ ছাড়া ইউরোর বাছাইপর্বে দল হিসেবে সবচেয়ে বেশি ৩৬ গোল করেছে পর্তুগাল। সবমিলিয়ে পাল্লা তাদের পক্ষেই ভারী।
পর্তুগিজ কোচ রবার্টো মার্তিনেজ বলেন, ‘আমাদের স্বপ্নটা বড়। আমরা বিশ্বাস রাখি নিজেদের ওপর। এসব মঞ্চে আপনাকে বিশ্বাসী হতে হবে, স্বপ্ন দেখতেই হবে। আমাদের প্রথম লক্ষ্য গ্রুপপর্বের তিন ম্যাচ। প্রথম ম্যাচের জন্য আমরা প্রস্তুত।‘
রোনালদোর এটি সম্ভাব্য শেষ ইউরো টুর্নামেন্ট। ২০১৬ সালে তার নেতৃত্বেই ইউরোর শিরোপা ঘরে তুলেছিল ইউরোপের ব্রাজিলখ্যাত দলটি। দলে সিআরসেভেন থাকা মানে সবার জন্য প্রেরণা। এমনটি জানিয়ে পর্তুগিজ তারকা রুবেন দিয়াজ বলেন, ‘তিনি আমাদের সঙ্গে থাকলে সবাই বাড়তি সাহস পায়। সবসময় উৎসাহ দেন তিনি। দলের সবার মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে দেন। আমরা পারব, চাইলে সবই অর্জন করা সম্ভব—এমন বিশ্বাস রোনালদো দিয়েছেন।’