রিশাদকে বাংলাদেশের সম্পদ বললেন কার্তিক
বোলারদের ওপর ভর দিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ—এ কথা বললে ভুল বা বাড়িয়ে বলা হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিটি ম্যাচেই বোলাররা নিজেদের উজাড় করে দিয়েছেন। শেষ ম্যাচে তো তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়েছেন নেপালকে। চোখে পড়ার মতো পারফর্ম করেছেন রিশাদ হোসেনও।
বাংলাদেশে লেগ স্পিনারের অভাব দীর্ঘদিনের। সেখান থেকে রিশাদ নিজেকে তৈরি করছেন। বাংলাদেশ একাদশে একজন লেগ স্পিনার নিয়মিত খেলছেন এবং পারফর্ম করে যাচ্ছেন, এটি দেখাও অনেক বড় ব্যাপার। বিশ্বকাপে বাংলাদেশ খেলেছে ‘ডি’-গ্রুপে। পুরো গ্রুপ থেকে সেরা খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছিল ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিককে। তার মতে, রিশাদই সেরা। বাংলাদেশ অনেক দামি একটা সম্পদ পেয়েছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের বিশ্বকাপ বিশেষ অনুষ্ঠান ‘কুয়েস্ট ফর গ্লোরি’-তে অতিথি হয়ে আসেন কার্তিক। তাকে প্রতিটি গ্রুপ থেকে একজন সেরা বাছাই করতে বলা হয়। ডি গ্রুপের বেলায় এক মুহূর্ত দেরি না করে কার্তিক রিশাদকে বেছে নেন। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত উইকেট পেয়েছেন রিশাদ।
বাংলাদেশি লেগ স্পিনারকে নিয়ে কার্তিক বলেন– ‘রিশাদ হোসেন যেভাবে বোলিং করেছে, আমি ভীষণ মুগ্ধ হয়েছি। চমৎকার বল করেছে সে। হয়তো খুব বেশি উইকেট পায়নি, কিন্তু নিজের প্রতিভা দেখিয়েছে। লম্বা সময় পর বাংলাদেশে একজন লেগ স্পিনার এসেছে। আমার মনে হয়, বাংলাদেশ খুব দামি কিছু পেয়েছে।’